বশির আলম গাজীপুর: মহানগর যুবলীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৭ই মার্চ রবিবার গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক
কামরুল আহসান সরকার রাসেলের নিজ কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল। সভাপতি তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত
নেতা, আমাদের অন্তহীন প্রেরণার উৎস, চেতনা ধমনীতে প্রবাহিত শুদ্ধতম নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। ১৭ মার্চ ১৯২০ খ্রীস্টাব্দে বাঙালির বহু শতাব্দীর পরাধীনতার শৃঙ্খল মোচনে শান্তি ও মুক্তির বারতা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু ছিলেন জনগণের নেতা এবং তাদের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাকে দেয়া বঙ্গবন্ধু খেতাবে এই দেশপ্রেমিক নেতার প্রতি দেশের মানুষের গভীর ভালবাসা প্রতিফলিত হয়। ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ায় বাঙালি জাতির অধিকার আদায়ের
লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগ নেতা সুমন আহমেদ শান্ত বাবু, আতিকুর রহমান খান রাহাত,আব্দুল হালিম মন্ডল সহ মহানগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।