বশিরআলম, গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ ৩৭নং ওয়ার্ড এলাকায় একাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সহযোগিতায় ১৪ জুলাই (রবিবার)
অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী ১ জন আবাসিক গ্রাহককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রহমান জানান, জেলা প্রশাসনের সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অব্র জ্যোতি বড়ালের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করা হয়। এ সময় অবৈধ সংযোগ ও বর্ধিত চুলা থাকায় মোহাম্মদ অলি, মোহাম্মদ আলী, হৃদারুল, আবু সাইদ চৌধুরী, সাদ্দাম হোসেন, নুর হোটেলসহ একাধিক বাড়ির গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময়
অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ১ জন আবাসিক গ্রাহককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুলসংখ্যক পাইপ ও রাইজার জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর অফিসের উপব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম, আসাদুজ্জামান আজাদ, ফয়সাল আহমেদ, শেখ জাবের নূরানী ও আমজাদ হোসেন, সহকারী
প্রকৌশলী হাসান আল-ফয়সাল ও সহকারী প্রকৌশলী রাকিব হাসান এবং উপসহকারী প্রকৌশলী জুয়েল রানাসহ তিতাসের টেকনিক্যাল টিমের অন্যান্য সদস্যরা।