মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
Homeসারাদেশঢাকাটঙ্গীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা।

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা।

বশির আলম, গাজীপুরে টঙ্গীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে টঙ্গী পূর্ব থানা ছাত্রদল।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর পাগার এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করেন ছাত্রনেতা সাব্বির হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির

নেতা ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকারের সুযোগ্য সন্তান তরুণ প্রজন্মের যুব নেতৃত্ব সৌমিক সরকার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈষম্যবিরোধী

আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকলের ত্যাগ বিএনপি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। এ সময় আরো বক্তব্য রাখেন , গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী,

এস এম রাসেল, মনির হোসেন সবেক সাধারণ সম্পাদক, ৪৩ নং ওয়ার্ড বিএনপি সহ আরো নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও গণতান্ত্রিক আন্দোলনে আহত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ