মোঃ রতন মিয়া নেত্রকোণাঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৮ নং বলাইশিমুল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান মৃত্যু বরণ করায় চেয়ারম্যানের দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান- ১, ৯ নং ওয়ার্ডের মেম্বার আরিফ হোসেন।
দীর্ঘদিন ধরে ৮ নং বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান ক্যান্সার জনিত রোগে আক্রান্ত ছিলেন। ৮ই সেপ্টেম্বর অসুস্থ জনিত কারণে নেত্রকোণা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে কেন্দুয়া উপজেলা
নির্বাহী অফিসার ৯ ইং সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে ইউপি মেম্বার সদস্যের মধ্যে প্যানেল চেয়ারম্যান- ১ আরিফ হোসেন (৯নং ওয়ার্ড),প্যানেল চেয়ারম্যান ২-
সারোয়ার জাহান হুমায়ূন(৫নং ওয়ার্ড) ,প্যানেল চেয়ারম্যান – ৩ নিলুফা আক্তার সুনাই (১.২.৩) নির্বাচিত হয়। স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন ,২০০৯ এর ৩৩ এর ৩ ধারা মোতাবেক প্যানেল চেয়ারম্যান- ১ মোঃ আরিফ হোসেনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে দায়িত্ব প্রদান করেন।
নবাগত ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, ৮ নং বলাইশিমুল ইউনিয়ন চেয়ারম্যান ফজলুর রহমান ক্যান্সার জনিত কারণে গত ৮ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন ।তাই চেয়ারম্যান পদ শূন্য বলে গণ্য হলে সেখানে
তিনজন প্যানেল চেয়ারম্যান প্রার্থী হোন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় গত ২২ সেপ্টেম্বর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করি। চেয়ারম্যান হিসেবে নির্বাচন করায় নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও নির্বাহী
কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ,চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করাসহ ইউনিয়নের মানুষের পাশে সর্বদাই থেকে কাজ করবেন।