মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
Homeপ্রধান সংবাদসীমান্তবর্তী ঝিনাইগাতীতে ১০০ বোতল ভারতীয় মদ সহ তিন কারবারি গ্রেফতার

সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ১০০ বোতল ভারতীয় মদ সহ তিন কারবারি গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১০০ বোতল মদ সহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে উপজেলার ডাকাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর পৌর শহরের গোপালবাড়ি এলাকার রবিন্দ্রনাথ বণিকের ছেলে রক্তিম বণিক(২০), গৌরীপুর মহল্লার মঞ্জুরুল হকের ছেলে নিহাদ(২০) এবং মনকান্দা এলাকার মৃত আব্দুল

ছামাদের ছেলে আমিনুল ইসলাম (৩৬)।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানায়, গোপনে সংবাদ পেয়ে থানার ওসি (তদন্ত)রবিউল আজমের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য পুলিশ কর্তকর্তাদের

অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০০ বোতল ভারতীয় মদ সহ তিন কারবারিকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ