সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগে ১৬টি ক্যাটাগরিতে “ সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪ ” প্রদান করা হয়েছে। সেখানে জেলার শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে নির্বাচিত হয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন- তাহিরপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নারী কর্মচারী মোছাঃ আলেনা বেগম। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোজাম্মেল আলম ভূঁইয়ার মাতা।
জানা গেছে- সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যারা কর্মকর্তা ও কর্মচারী হিসেবে কর্মরত রয়েছে, তাদের মধ্যে যারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন,সেই সব কর্মকর্তা ও কর্মচারীদেরকে স্বাস্থ্য বিভাগে ১৬টি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ই জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হল রুমে উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সামনে জেলার শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হওয়ায় নারী কর্মচারী মোছাঃ আলেনা বেগমের হাতে “ সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪ ” তুলে দেন সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন
ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর্জা রিয়াদ হাসানসহ অন্যন্যারা,
এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ আনিসুর রহমান। এব্যাপারে জেলার শ্রেষ্ঠ কর্মচারীর অ্যাওয়ার্ড প্রাপ্ত নারী কর্মচারী মোছাঃ আলেনা বেগম বলেন- আমাকে জেলার শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে নির্বাচিত করার জন্য, আমার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে যেতে পারি।