নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক ব্যাক্তিরা। সোমবার (২৪ মে) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২ মাস যাবত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকায় তারা দক্ষতা প্রশিক্ষণ সার্টিফিকেট নিতে পারছেন না। ফলে তারা ফ্লাইট ও করতে পারছেন না। অনেকের ভিসার মেয়াদ ১৫-২০ দিন থাকায় তা নিয়ে তারা দুশ্চিন্তার কথাও জানান। দ্রুত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করে দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান তারা।