নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে রাবিদ আল হাসান নামে একটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চটি নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জ টার্মিনাল ঘাটে যাচ্ছিল।
রবিবার (৪ এপ্রিল) সন্ধা পৌনে সাতটার দিকে ঝড়ের কবলে পড়ে নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।
নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সমিতি হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জ টার্মিনাল যাওয়ার পথে মদনগঞ্জ কয়লাঘাট সেতু সংলগ্ন এলাকায় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ের কারণে নদী উত্তাল থাকায় উদ্ধার কাজ এখনও শুরু করা য়ায়নি। তবে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিসহ অন্য কর্মীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।