মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বৃহৎ সমবায় সংগঠন নামে পরিচিত সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিকৃত আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রায় দেড় লক্ষাধীক ক্রয়কৃত ইট আত্মসাৎ করার
অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই অফিসের বর্তমান কর্মরত মাঠ পর্যায়ের এক কর্মী জানান, বিগত ২০১৯ সালে সমিতির মালিকানাধীন শালচূড়া মৌজায় রিসোর্ট নির্মাণের জন্য ২ লক্ষাধীক ইট তৎকালীন কমিটির ম্যাধমে
ক্রয় করা হয়। ওই ২ লক্ষ ইটের মধ্যে সমিতির ক্রয়কৃত শালচূড়া মৌজার জমির চতুর পার্শ্বের বাউন্ডারি ওয়ালের জন্য ৫৫ হাজার ইট কাজে লাগানো হয়। বাকী ইটগুলো শালচূড়া মৌজায় প্রস্তাবিত রিসোর্ট সেন্টারে মজুত রাখা হয়। বর্তমানে ২০২১ সালের ওই সংগঠনের নির্বাচনে নির্বাচিত হয়ে নতুন কমিটি দায়িত্ব নেয়।
ওই কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সেক্রেটারী হারুন উর রশীদ এবং বিএনপি নেতা ট্রেজারার মেহেদী হাসান মামুন, সমবায় সমিতির বিধি বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চ মূল্যে বিভিন্ন স্থানে ইটগুলো বিক্রয় করে এবং
নিজেদের কাজে ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা যায়, গত ১৫ জুলাই ২০২১ ইং তারিখ পর্যন্ত এক লক্ষ উনিশ হাজার দুইশত পঞ্চাশ ইট অফিসের স্টোক রেজিষ্টারে মজুদ আছে। কিন্তু বাস্তবে প্রস্তাবিত রিসোর্ট সেন্টার (শালচূড়া মৌজায়) মজুদকৃত ইটের কোন হদিস পাওয়া যায়নি।
এ ব্যাপারে সমিতির চেয়ারম্যান ও সেক্রেটারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা জানান, ইট গুলো কোথায় আছে কিভাবে আছে সময় হলে জানানো হবে।
বিষয়টি নিয়ে সমিতির নিবন্ধিকৃত কর্তৃপক্ষ উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বিষয়টি সরকারি ভাবে তদন্তের মাধ্যমে ব্যাবস্থা নেওয়ার দাবি করেন অনেক সদস্য।