মোঃ রিপন মিয়া, বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ৫৪ লক্ষ ২ হাজার ৯ শত টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে।
জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুড়ায় এই অভিযান পরিচালনা করেন, লেংগুড়া বিওপি’র সুবেদার মোঃ শাহজাহান মৃধা এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল।
প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপি’র সুবেদার মোঃ শাহজাহান মৃধা এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল টহল দিচ্ছিল।
এসময় ভারতীয় সীমান্ত পিলার ১১৭২ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ফুলবাড়ি নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁদ পেতে ভারত থেকে আসা ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা সহ ৫৪ লক্ষ ২ হাজার ৯ শত টাকার
মালামাল জব্দ করলেও অভিযান পরিচালনা কালীন সময়ে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।জব্দকৃত ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানায় বিজিবি।