মাহমুদুল হাসান,উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার ভাঙ্গা চোরা রাস্তার ধরুণ লোকজন ও পরিবহন চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। আওয়ামীলীগ নেতা মোঃ আলম দেওয়ানের বাড়ি হতে মৃত ইস্রাফিল দের বাড়ি পর্যন্ত নির্মীত রাস্তাটির বেহাল দশা।
রসুল বেপারীর বাড়ি হতে খন্দকার স্টোর মোতাচ্ছামের দোকান পর্যন্ত রাস্তাটি পাকা হবে তো দূরে থাক ঠিকমত রোডে মাটি খুজে পাওয়া যাচ্ছেনা।
পুরো রাস্তা ভেঙ্গে চুরে একাকার,কোথাও রাস্তা দেবে গিয়ে মাটির নিচে ঢাকা পরেছে ইট,জায়গায় জায়গায় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকায় লোকজন চলাচল করতে পারছে না।
বাড়ি -ঘর নির্মাণ থেকে শুরু করে পন্য সামগ্রী বা কৃষি পণ্য সরবরাহ ও রোগী নিতে বেগ পেতে হচ্ছে স্হানীয় লোকজনকে।
বৃষ্টি হলে রাস্তায় জমে থাকছে পানি,রোডের দু ধারে বাড়ি- গর থাকায় পানি সরতে পারছে না সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা ।বছরের পর বছর চলছে এ দূরাবস্হা।রোড টি মরার ওপর খারার গা হয়ে দেখা দিচ্ছে।
মোঃ বাদশা মিয়া (৪০ )জানান , বছরের পর বছর আমরা রাস্তা নিয়ে ভোগান্তিতে আছি। অসুস্হ লোক কে গাড়ি যোগে নিতেও সমস্যায় পরতে হয়। বাধ্য হয়ে এসব রাস্তায় পরিবহন যোগে যাতায়াত করতে গিয়ে দূর্ঘটনায় পরতে হচ্ছে। রাস্তাটি শিশু,নারী,বৃদ্ধদের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী।