কুড়িগ্রামে নদ-নদীতে আবারো পানি বৃদ্ধি শুরু হয়েছে। একদিনেই ধরলা নদীতে ১০ সেন্টিমিটার ও ব্রহ্মপূত্র নদে ৫ সেন্টিমিটার পানি বেড়েছে। ফলে ধরলা নদীতে ব্রীজ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার এবং ব্রহ্মপূত্র নদে চিলমারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানিবৃদ্ধির নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। বন্যার পানি নিম্নাঞ্চলে অবস্থান করায় কৃষকের আরাধ্য ফসল রোপা আমন ও শাকসবজি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত জেলায় ১৫ হাজার ৫২০ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে।
এর মধ্যে রোপা আমন ১৫ হাজার ১১৫ হেক্টর, শাকসবজি ২৭০ হেক্টর এবং বীজতলা ৯৫ হেক্টর। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সংকট তৈরি হয়েছে। লোকজন পানিতে ডুবে বিভিন্ন জায়গা থেকে গো-খাদ্য সংগ্রহ করছে। এছাড়াও বসতবাড়িতে পানি প্রবেশ করায় স্বাভাবিক চলাচলে অসুবিধা সৃষ্টি হয়েছে।