তানজিলা আক্তার রুবি,নেত্রকোণার বারহাট্টা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নতীকরণ কাজের শুভউদ্ধোধনীয় অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর রবিবার বেলা ১২টায় বারহাট্টা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে নতুনভবন শুভউদ্ধোধনের আয়োজন করেনI
এর সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সিভিল সার্জন সেলিম মিয়া এবং স্বাগত বক্তব্যে ছিলেন বারহাট্টা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সঞ্চালনায় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সুলাইমান খান।
এ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব শাখা) মোঃ মনির হোসেন , জনস্বাস্থ্য অধিদপ্তরের,
নেত্রকোণা নির্বাহী প্রকৌশলী লিয়াকত মিয়া , উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম, নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা উপজেলার
আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, বারহাট্টা থানার ইনচার্জ অফিসার মিজানুর রহমান ,বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃকর্মীসহ সাধারণ গণমানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বারহাট্টা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যায় ৩১ হতে ৫০ শয্যা স্থাপনা করায় উপজেলার জনসাধারণ চিকিৎসা পাবে আগের চেয়েও বেশি। এতে করে কোন রোগী চিকিৎসার ভোগান্তিতে পড়বে না।