শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeসারাদেশঢাকাটঙ্গীতে আগুনে ছাই হলো মাজার বস্তির সর্বশতাধিক ঘর

টঙ্গীতে আগুনে ছাই হলো মাজার বস্তির সর্বশতাধিক ঘর

বশির আলম,গাজীপুরে টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে পাঁচশর বেশি ঘর।

শনিবার ভোর ৪টার দিকে সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়। টঙ্গী ছাড়াও ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে

আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ভোরে মাজার বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে।

তাদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কোনো হতাহত না থাকলেও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বস্তির পাঁচশর বেশি ঘর এবং সব মালামাল আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান,

প্রাথমিকভাবে জানা গেছে, টঙ্গী ঝিলের ওপর সরকারি জায়গায় নির্মিত বস্তির এক ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনের তাপে বস্তির ঘরে ঘরে থাকা সিলিন্ডারের রাবারের পাইপ গলে গ্যাস ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়।

প্রথমে টঙ্গী ফায়ার স্টেশন এবং পরে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ভোর ৫টা ৫০ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ