মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৫ম ধাপে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ২নং ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী তৌফিকুল রহমানের নির্বাচনী অফিসের টানানো পোস্টার ও ব্যনার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। ২৬
ডিসেম্বর রবিবার রাতে কে বা কাহারা অফিসের সম্মুখে টানানো পোস্টার ও ব্যানার (প্যানা) ছিড়ে নিয়ে যায়।
এ ব্যাপারে ওই এলাকার নৌকার তিন সমর্থক ও নৌকা প্রতীকের প্রার্থী তৌফিকুল রহমান জানান, রাত ১টার দিকে অফিসে বসে কর্মীদের সাথে আলোচনা শেষে আমরা যার যার বাড়ীতে চলে যাই।
সকালে এক কর্মী ফোনে জানায়, অফিসের সম্মুখে টানানো পোস্টার ছিড়ে ব্যানার (প্যানাটি) কে বা কাহারা নিয়ে যায়।
এ বিষয়ে আমি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা সদস্যসহ উপজেলা পর্যায়ের দলীয় সভাপতিকে জানিয়েছি। এছাড়াও তিনি আরও জানান, ধানশাইল ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের ১৮ জন সভাপতি/
সেক্রেটারীর মধ্যে ৪/৫ জন সভাপতি/সেক্রেটারী নৌকার নির্বাচন না করে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রার্থী তৌফিকুর রহমান সংশ্লিষ্ট কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেছেন।