মোজাম্মেল আলম সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এক ভুয়া পলিশ সদস্যসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯০ বোতল মদ, ৩৫ পিস ইয়াবা, ১৫০গ্রাম গাঁজা, পুলিশের জ্যাকেট ও নেমপ্লেট। গ্রেফতারকৃতরা হলো- জেলার সুনামগঞ্জ
পৌরশহরের আরপিননগর এলাকার মৃত সরাব মিয়ার ছেলে ভুয়া পুলিশ সদস্য আব্দুল জব্বার শিপলু পাবেল (২৮) ও পাশর্^বর্তী ব্রাক্ষণগাঁও গ্রামের মৃত মুছাদ্দর আলরি ছেলে আব্দুর রশিদ (৩৩)।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্ভর) দুপুর ও বিকেলে পৃথক ভাবে দুজনকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে। জানা গেছে- র্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার সি
ন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকরামুল আহমেদের নেতৃত্বে সুনামগঞ্জ পৌরশহরের জামতলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা, ১৫০গ্রাম গাঁজা,
পুলিশের জ্যাকেট ও নেমপ্লেটসহ ভুয়া পুলিশ সদস্য আব্দুল জব্বার শিপলু ও দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজার থেকে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে ৯০বোতল ভারতীয় মদসহ
হাতেনাতে গ্রেফতার করে র্যাব। এঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্পের মেজর মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন- গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।