শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধশিবগঞ্জে সরকারদলীয় নেতাকে হত্যার হুমকি দিলো বালু উত্তোলনলকারীরা

শিবগঞ্জে সরকারদলীয় নেতাকে হত্যার হুমকি দিলো বালু উত্তোলনলকারীরা

বগুড়ার শিবগঞ্জে বালু উত্তোলন করতে বাঁধা দেওয়ায় এক আওয়ামীলীগ নেতাকে হত্যার হুমকি অভিযোগ উঠেছে বালু উত্তোলনলকারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১৫ এপ্রিল শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা সরকার পাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়,

উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও গুজিয়া ঈদগাঁ মাঠে সাধারণ সম্পাদক আবু জাফর সহ ঈদগাহ মাঠের কমিটির সদস্যরা হুদাবালা সরকারপাড়া গ্রামের কছিমদ্দিন এর ছেলে নজরুল ইসলাম (৩৮) ও তার ভাই জহুরুল ইসলাম কে তাদের বাড়ির পাশ

থেকে বালু উত্তোলন করতে নিষেধ করলে, প্রতিপক্ষরা আবু জাফরকে মারপিটসহ খুন জখমের ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করে। এব্যাপারে আবু জাফর এর সাথে কথা বললে তিনি বলেন, ঈদগাহ মাঠের কাজে করার সময় বাঁশের প্রয়োজন হওয়ায় প্রতিপক্ষদের বাড়িতে গিয়ে রাজমিস্ত্রী

বাঁশ চাওয়ায় প্রতিপক্ষ আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। পরবর্তীতে আমিসহ ঈদ গাহ মাঠের কমিটির লোকজন প্রতিপক্ষদেরকে বালু উত্তোলন করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট সহ খুন জখমের ভয়-ভীতি প্রদান করে।বিষয়টি নিয়ে প্রতিপক্ষের সাথে

যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিবগঞ্জে ৫টি চোরাই মোটর সাইকেলসহ আটক-৪ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটর সাইকেল সহ ৪ জনকে আটক করেছে। ১৫ এপ্রিল রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ১৬ এপ্রিল রবিবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।

আটকৃতরা হলেন মহাস্থান নামাপাড়া গ্রামের সামছুল আলম এর ছেলে সিয়াম আহম্মেদ (২০), চাউলিয়াপাড়া গ্রামের সাজু হোসেন এর ছেলে শাহজালাল (২২), বানাইল গ্রামের মৃত: হাবিবুর রহমান ওরফে গণি’র ছেলে নুরুজ্জামান হোসেন (৩৫) ও রায়নগর পশ্চিমপাড়া গ্রামের আলহাজ্ব

আব্দুস সামাদ এর পুত্র মোফাজ্জল হোসেন (৫২)। জব্দৃকত মটর সাইকেলের মধ্য, ২টি হোন্ডা এইচ ১০০এস মটর সাইকেল যাহার নং- ঢাকা-স-৬৯৮৯ ও গাইবান্ধা-এ-০১-৫২৬৭, ডাউন জেডএইচ১২৫ সিসি মোটর সাইকেল যাহার রেজিঃ নং- বগুড়া-হ-১১-৮৫৭৩, একটি এ্যাপাসি

আর.টি.আর ১৬০ সিসি এবং একটি ওয়ালটন মটর সাইকেল।বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার এসআই বেলাল হোসেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, প্রথমে মটর সাইকেল চোরের সরদার সিয়ামকে আটক করে পুলিশ। পরে তার তথ্য অনুযায়ী পুলিশ পুনরায় অভিযান পরিচালনা

করে এসময় পুলিশ ৫টি মটর সাইকেল সহ ৪ চোর দলের সদস্যদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃতরা হলো সিয়াম আহম্মেদ (২০), চাউলিয়াপাড়া গ্রামের সাজু হোসেন এর ছেলে শাহজালাল (২২), বানাইল গ্রামের মৃত: হাবিবুর রহমান ওরফে গণি’র ছেলে নুরুজ্জামান হোসেন

(৩৫) ও রায়নগর পশ্চিমপাড়া গ্রামের আলহাজ্ব আব্দুস সামাদ এর পত্রি মোফাজ্জল হোসেন (৫২)। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, ৫টি চোরাই মটর সাইকেল

উদ্ধারসহ ৪ জন কে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা নেওয়া হয়েছে। ধৃত আসামীদেরকে জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ