সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধবেগমগঞ্জে ২২ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী স্বামী গ্রেপ্তার

বেগমগঞ্জে ২২ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী স্বামী গ্রেপ্তার

শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ২২ বছর পর স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সামছুদ্দিন (৫৫ কে গ্রেফতার করেছ র‌্যাব-১১।

গ্রেপ্তার সামছুদ্দিন জেলার সদর উপজেলার মাইজছড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। বৃহস্পতিবার (১৬ মে) রাতে বেগমগঞ্জের চৌরাস্তা পৌর বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ সিপিসি-৩ সূত্রে জানা যায়,

আসামি সামছুদ্দিনসহ জয়নাল আবেদীন, মনোয়ারা বেগম ও বিলকিস বেগম একে অপরের সহযোগীতায় পরষ্পর যোগসাজশে ভিকটিম আয়েশা খাতুনকে শারীরিক নির্যাতন ও গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে এ ঘটনায় সুধারাম থানার এসআই মোঃ মোখলেছুর রহমান বাদী হয়ে ১৩ জুন ২০০২ ইং তারিখে সুধারাম থানায় এজাহার দায়ের করেন।

উক্ত হত্যা মামলায় বিচারিক কার্যক্রম শেষে গত ৩০ জুলাই ২০০৯ ইং তারিখ আসামি সামছুদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন আদালত।

হত্যাকান্ডের পর থেকেই আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ