এ,টি,এম, শামসুজ্জামান মাসুদ,নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ২ নং আশুলিয়া ইউনিয়নের সিংহের গাও গ্রামে জালাল উদ্দীন হাসিম উদ্দিনে দুই সন্ডান মিজানুর রহমান
সাদেক ও শহীদুল্লাহ র বিরুদ্ধে অবৈধভাবে জোড়ামলে ৫২ শতাংশ জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে ।
সিংহের গাও মৌজার আর ও আর , সি এস , দলিল কাওলা ও দখলিমূলে ৫২ শতাংশ ধানি জমির মালিক সিংহের গাওয়ের আবদুল হাই ভিডিও অভিযোগ করেন ।
তিনি বলেন পারিবারিক এই আবাদি জমি ৫০ বছর যাবত ভোগদখল করে আসছি । দুষ্ট ও ভূমিখেকু অভিযুক্ত সাদেক ও শহীদুল্লা দাঙ্গা মামলাবাজ প্রকৃতির।
এলাকায় সাধারন মানুষের দিকে তাদের এই নিয়মিত আচরণ দেখা মিলে। আবদুল হাই আরো জানান ৩ দিন ধরে ওরা কেটে নিচ্ছে।
ধান কাটার বাঁধা দিলে আজ মঙ্গলবার দুপুরে আমার ওয়াস করুনি হিরা কে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
চিকিৎসার জন্য হিরা কে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করছি । এই ঘটনা আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মঞ্জুর আলী কে জানুয়েছি।
অভিযুক্ত সাদেক ও শহীদুল্লাহর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়ায় এগুচ্ছি। সরেজমিনে ধান কাটার দৃশ্য দেখা যায় । এ ব্যাপারে জানতে চাইলে বারবার চেষ্টা করেও অভিযুক্তদের সাথে কথা বলা যায়নি ।