নেত্রকোনার পূর্বধলা বাজারে তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান পরিচালিত হয়। এতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার দুপুরে অভিযানে মেয়াদবিহীন পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় ৫টি প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক
করা হয়। এসময় বাজারে কোন দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি। খোলা সয়াবিন তেল ও পাম তেল বিক্রি হচ্ছে যার ক্রয় রশিদ যাচাই করা হয় এবং যৌক্তিক মূল্যে বিক্রির নির্দেশনা
দেওয়া হয়। অভিযানে সহকারী পরিচালক মোঃ শাহ আলম এর সঙ্গে ছিলেন পূর্বধলা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাশিম উদ্দীন খান।
সহকারী পরিচালক মোঃ শাহ আলম বলেন, বাজারের বিভিন্ন ধরনের পণ্যের মূল্য ও মান নিশ্চিত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।