গৌতম সাহা,আশুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। এতে চরচারতলা ইউনিয়ন পরিষদকে ০-২ গোলে
পরাজিত করে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ একাদশ বিজয়ী হয়েছে। আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা
সুলতানা, আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, চরচারতলা ইউপি চেয়ারম্যান ফাইজুর রহমান, তারুয়া ইউপি চেয়ারম্যান বাদল সাদির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
শাহিন শিকদার, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এনামুল হক, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, আশুগঞ্জ টেলিভিশন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল
ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা আবুল হোসেন, ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আহমেদ উল্লাহ খন্দকার প্রমুখ। খেলায় সদর ইউনিয়ন পরিষদের পক্ষে ২টি গোল করেন
আজমানুর রহমান আদিব। খেলা শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন।
উল্লেখ্যঃ আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৫ মে রবিবার উপজেলার ৮টি
ইউনিয়নের অংশ গ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছিল।