কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের পাগলাহাট বাজারে অতিরিক্ত মদপানে শাহজামাল (৫০) ও মিজানুর রহমান (৪৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। নিহত মিজানুর রহমান
শিলখুড়ী ইউনিয়নের উত্তর ছাটগোপালপুর গ্রামের মৃত শফিউদ্দিন ব্যপারীর পুত্র এবং শাহজামাল একই গ্রামের ঘাতু মন্ডলের পুত্র। তারা দু’জন পাগলাহাট বাজারে মাংস বিক্রি করতেন। জানা গেছে,
শুক্রবার (১০ জুন) রাতে শিলখুড়ি ইউনিয়নের পাগলাহাট বাজারে মিজানুর রহমান অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসার জন্য কুড়িগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এসময়
মিজানুরের সাথে থাকা পশ্চিম ছাট গোপালপুর গ্রামের এরশাদ হোসেন নামে একজন অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুন) একই গ্রামের
শাহজামাল (৫০) নামে এক ব্যক্তিও অতিরিক্ত মদ পান করে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুন) দুপুরে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আজাহার
আলী জানান, মরদেহ তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। মদপানে মিজানুর রহমানের মৃত্যুসহ বৃহস্পতিবার একই এলাকার শাহজামালের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।