জাতীয় শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার পুরণের লক্ষ্যে অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের খলিলগঞ্জস্থ সলিডারিটি প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে, এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দি হাঙ্গার প্রজেক্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে।
এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সুজন সভাপতি খন্দকার খায়রুল আনম, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, সাংবাদিক আব্দুল খালেক ফারুক, লাইলী বেগম, হুমায়ুন কবির সূর্য্য প্রমুখ।
প্রশিক্ষণে সরকারি কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা উন্নয়নে জাতীয় শুদ্ধাচার কৌশর এবং তথ্য অধিকার আইনের ব্যবহার বিষয়ে কুড়িগ্রামসহ সারাদেশে ৩০৫জন সাংবাদিক ও সিভিল সমাজের প্রতিনিধিদের অনলাইন সাংবাদিকতার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে সম্পৃক্ত করা হয়েছে।