ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের তিন প্রদেশ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলমান দুর্যোগে প্রাণহানি দাঁড়ালো ১২শ’র কাছাকাছি।
যার মধ্যে রয়েছে ৪শ’ শিশু। খবর বার্তা সংস্থা রয়টার্সের।সরকারিভাবে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। তবে ডায়রিয়া, কলেরাসহ নানা ধরনের চর্মরোগে
ভুগছেন হাজারো বাসিন্দা। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, কেবলমাত্র সিন্ধু প্রদেশেই ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ৯০ হাজারে বেশি লোক। তবে হাসপাতাল পানিতে তলিয়ে ভেঙে পড়ছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা।