শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়জাতির পিতা বিশ্বাস করতে পারেনি বাঙালি তাকে হত্যা করতে পারে। - জামিল...

জাতির পিতা বিশ্বাস করতে পারেনি বাঙালি তাকে হত্যা করতে পারে। – জামিল হাসান দুর্জয়

বশির আলম,(টঙ্গী গাজীপুর) ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে,

ভবানীপুর নয়াপাড়া সরকারি প্রাথমীক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেগাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামিল

হাসান দুর্জয় বলেন, বাংলাদেশ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রক্তের ইতিহাস, প্রতিবছর যখনই আগস্ট মাস আসে একদিকে বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা, আর

অন্যদিকে আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের হৃদয়ে কালো মেঘের ঘনঘটায় বিষন্নতার একটি পরিবেশ সৃষ্টি হয়। তাই ১লা আগস্ট থেকে শুরু করে ৩১আগস্ট পুরো মাস জুড়ে শোকের

মাস হিসাবে আমরা পালন করে থাকি। তিনি আরও বলেন, আজ এমনই একটি মুহূর্তে আমরা বলতে পারি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়ায় হৃদয় নিংড়ানো ভালোবাসা

পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। পদ্ম, মেঘনা, যমুনা, কুশিয়ারা, সুরমা, নদীর ঢেউ গুনে শেষ করা যায় কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রক্তের ঋণ কখনো

শোধ করা যায় না। “বাংলাদেশ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রক্তের ইতিহাস, তিনি কখনো বিশ্বাস করতে পারেন নি যে বাঙালি জাতি তাকে হত্যা করতে পারে, তাইতো

১৯৭৫এর ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২নম্বরের নিজ বাড়ীর সিড়িতে বুকভরা সাহস নিয়ে ভোর সাড়ে পাঁচটায় দাড়িয়ে অবলোকন করতে চেয়েছিলেন কিন্তু ঘাতকেরা তাকে সেই সুযোগটুকু দেয়নি।

উক্ত অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত

হোসেন এর সঞ্চালনায়, আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী নেতা ইন্জিনিয়ার গোলাপ মিয়া, নজরুল ইসলাম, গাজীপুর জেলা যুবলীগে আহবায়ক

সমস্য মোঃ ফিরোজ মিয়া, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক লোকমান মিয়া,সদর উপজেলা শ্রমিক লীগ সভাপতি শাহীন আলম প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ