রতন মিয়াঃ নেত্রকোনা সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় প্রতিনিয়ত চলছে ভারত থেকে চোরাই পথে আসা বিভিন্ন পণ্যের চোরাচালান। এসব চোরাচালানে আসা ভারতীয় পন্য আটক করে বিজিবি
সদস্যরা অবদান রাখছেন পাচার রোধে। ৮ সেটেম্বর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে লেঙ্গুড়ার কাঁঠালবাড়ি সীমান্ত এলাকা থেকে ৫০ কেজি
ওজনের ১৫ টি (পঁচা সুপারি) নামক সুপারির বস্তা উদ্ধার করেন লেংগুড়া সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা । সুপারি পাচার কালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
সুবেদার কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম নিয়ে চোরাচালান টি ধরা হয়। কাঁঠালবাড়ি সীমান্ত এলাকায় ভারত বর্ডার গার্ড পার হওয়ার সময় সুপারি
আটক করতে পারলেও চোরাই কারবারিরা পালিয়ে যায়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। জেলা কাস্টমসের অফিসে জব্দকূত এসব মালামাল জমা দেয়া হবে।