কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের চিলমারীতে অপরিকল্পিত ভাবে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ থেকে নদীতীরবর্তী ও ভাঙনের স্বীকার স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে
এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রহমত আলী মাষ্টার, সাব্বির আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত চিলমারীর বিভিন্ন স্থানে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন ও
যত্রতত্র বালুর স্তুপ দিয়ে ব্যবসা করলেও প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ না নেয়ায় এই বিক্ষোভ মিছিল করা হয়। এইসব অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন বন্ধ করা জরুরি। এইসব বালু ব্যবসা বন্ধ
না হলে আবাদী জমি রক্ষা করা যাবেনা। তাই বালু বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করছি