বশির আলম টঙ্গীতে পূর্ব শত্রুতার জেড়ে খোকন নামে এক চা দোকানদারকে কুপিয়ে জখম করেছে এলাকার দুর্বৃত্তরা। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী গার্মেন্টস কর্মী জুলেখা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে টঙ্গি পূর্ব থানা লেদু মোল্ল রোডে খোকন
জেনারেল স্টোর নামক চায়ের দোকানে গত ১১ নভেম্বর রাতে। এই ঘটনায় থানায় অভিযোগ পেয়ে পূর্ব থানা পুলিশ অভিযান পরিচালনা করে এ আসামী সহ অজ্ঞাত নামা তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করেন। আসামিরা ঐ দিনই জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে মামলার বাঁদিকে
হুমকি প্রদান করছে বলে জানান ভুক্তভোগী পরিবার। এমনকি মামলার অন্য আসামিরা পলাতক থেকে মামলার বাঁদিকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন বলে জানান। ঘটনার মূল পরিকল্পনাকারী নাজমা আক্তার এর সাথে আমার বড় বোনের দীর্ঘদিনের চলাফেরা ছিল, সেই সুবাদে
নাজমা আক্তারের বিভিন্ন অপকর্মের ঘটনার সাক্ষী সে, বেশ কিছুদিন যাবত নাজমা আক্তার বাদীর বড় বোনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথার কাটাকাটি হতো। তার বড় বোন নাজমার বিষয়ে কারো কাছে কোন কথা বলে কিনা? এই নিয়ে তাদের ভেতর বিরোধ সৃষ্টি হয়। যাতে করে আমরা এলাকার
ছেড়ে অন্যএ চলে যাই এই ঘটনায় নাজমা আক্তার ভাড়াটি সন্ত্রাসী এনে আমার স্বামীর উপর অতর্কিত হামলা ও লুটপাট চালিয়েছে। বর্তমানে আমার স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এই ঘটনায় আসামিদের উপযুক্ত শাস্তি দাবি করছি প্রকৃত
দোষীদের আইনের আওতায় এনে ন্যায় বিচার প্রার্থনা করছি। এ বিষয়ে অভিযুক্ত নাজমা আক্তার জানান মারামারি ঘটনা ঘটেছে বিষয়টা আমি শুনেছি। যখন এই ঘটনা ঘটেছে তখন আমি এলাকায় ছিলাম না। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাও আমি জানিনা। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার এসআই
কায়সার হাসান ফারুকী জানান, মামলা রুজু হওয়ার পর তিনজন আসামিকে কোর্টে প্রেরণ করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।