মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী)প্তি নিধি, নোযাখালীর সেনবাগের সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী প্রকাশ রিফাত(১৭) নামের এক দাখিল ফল প্রত্যাশী নিহত হয়েছে। নিহত রিফাত সেনবাগ উপজেলার কাবিলপুর
ইউপির শায়েস্তানগর গ্রামের তোরাফ ব্যাপারী বাড়ির সবজী ব্যবসায়ী মোঃ আবুল হোসেন ছেলে ও ছমির মুন্সিরহাট দাখিল মাদরাসার ছাত্র ছিলো। রোববার প্রকাশিত দাখিল ফলাফলে সে ৪.৮ পেয়েছে। তার মৃত্যুতে পরিবার,সহপাটিসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পিতা আবুল হোসেন জানান, শনিবার বিকেলে রিফাত চৌমুহনী থেকে সিএনটি অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের সামনে পৌছলে একটি কাভ্যার্ডভ্যান সিএনজি
অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি ধুমড়েমুছড়ে যায়। এ সময় রিফাত সিএনজিতে আটকা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করান।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে রোববার ভোর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার দুপুর ১টার দিকে লাশ বাড়িতে পৌছলে পরিবারে শুরু হয় শোকের মাতম।লাশ এ ক নজর দেখার জন্য শতশত নারী পুরুষ ওই বাড়িতে ভিড় জমায়। বাদ আসর নিজ বাড়ির দরজায় নামাজের জায়নাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।