রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
Homeবিচিত্র সংবাদনেত্রকোনা বালুয়াখালীয় জোরপূর্বক ভূমি দখল ও বৃক্ষ নিধন , থানায় অভিযোগ দায়ের

নেত্রকোনা বালুয়াখালীয় জোরপূর্বক ভূমি দখল ও বৃক্ষ নিধন , থানায় অভিযোগ দায়ের

সৈয়দ সময়, নেত্রকোনা পৌরসভাধীন ৪ নং বালুয়াখালী গ্রামে বালুয়াখালী মৌজায় আর ও আর খতিয়ান নং – ০২ , বি আর এস খতিয়ান নং ৪৬ ,এসএ দাগ নং ১০৪ /১০৫ , বিআরএস দাগ নং ১৪১/১৪২ এর মধ্যে থাকা বাদী মো, শফিকুল আলমের পৈত্রিক সূত্রে ১০.০৫ শতাংশ ভূমি জোর

পূর্বক বেদখল ও বৃক্ষ নিধনের অভিযোগ উঠেছে । সরেজমিনে এই সত্যতা পাওয়া যায় , থানায় লিখিত অভিযোগে জানা যায় বালুয়াখালী গ্রামের মৃত আবদুল মান্নান তালুকদারের পুত্র ভূক্তভোগী মো, শফিকুল আলম নেত্রকোনা মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী মো, শফিকুল আলম ভিডিও সাক্ষাৎকারে বলেন , আসামীরা ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকতির লোক । আমি বাড়ীতে না থাকার সুযোগে ১৫ ডিসেম্বর ‘২২ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮ টায় দিকে বালুয়াখালী গ্রামের মৃত আবদুল হেলিম তালুকদারের পুত্র মো, জামাল উদ্দিন সাইদ (

৫৮) ও তার ছেলে মো, রাজিবউজ্জামান রাজিব ( ৩৬) ১৪ টা মেহগনির চারাগাছ কেটে ফেলে নিয়ে যায় , জায়গার বেড়া ছিঁড়ে নিয়ে যায় , অনধিকার চর্চা করে জায়গা বেদখলের ঘটনা ঘটায়। এবং বিবাদীরা আরো লোকজন নিয়ে বাড়িতে এসে বাড়ীর লোকজন কে অভিযোগ তুলতে ও প্রাণনাশের

হুমকি দেয় । তিনি আরো জানান, বিবাদীগণের হুমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি । কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় , দীর্ঘদিন ধরে তাদের

মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলছিল । এলাকার কাউন্সিলর , মুরব্বি ও থানার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে সামাজিকভাবে তাদের সঠিক হিস্যানুযায়ী জমি নির্ধারন করে মিটমিমাংসা করে দেয়ার চেষ্টা করছি । এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জামাল উদ্দিন সাইদ বলেন , জমিসংক্রান্ত বিভিন্ন

বিষয়াদি এওয়াজ বদল করে মিমাংসা করে নিব । বৃক্ষ নিধন কেন করেছেন জানতে চাইলে উত্তর দেয়নি । অভিযুক্ত রাজিব জানান আমরা জমি কিনেছি তাই জমিতে যা

ইচ্ছে করব । তাদের কে অন্য দাগে জমি দিব। এলাকার মুরব্বিগণ ও অভিযোগকারী শফিকুল আলম তার পৈত্রিক সম্পতি ভোগখল এবং এই ঘটনার ন্যায় বিচার চায় ।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ