মোঃ জাহাঙ্গীর আলম: নোয়াখালীর সেনবাগে লাইসেন্স না থাকা ও পরিমাপ থেকে ছোট সাইজের ইট প্রস্তত এবং ফসলি জমিনের মাটি কেটে ইট তৈয়ারের অপরাধে তিন ব্রিকফিল্ড মালিকের নিকট থেকে ৪লাখ টাকা জরিমানা আদায় করেছে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাজমিন আলম তুলির আদালত। সোমবার দুপুরে সেনবাগ উপজেলার ৮নংবীজবাগ ইউপির বালিয়াকান্দি গ্রামস্থ ভাইভাই ব্রিকফিল্ডের কাগজপত্র না থাকা ও পরিমাপের
চেয়ে ছোট মাপের ইট প্রস্তুত এবং ফসলি জমিনের মাটি কাটার অপরাধে ইটভাটার মালিক আবু তাহের কোম্পানীকে ২লাখ টাকা। পরিমাপের চেয়ে ছোট মাপের ইট প্রস্ততের অপরাধে ভোক্তা
অধিকার সংরক্ষন আইনে একই এলাকার যমুনা ইটভাটা মালিক সফি উল্লাহকে ৫০ হাজার টাকা ও লাইসেন্স না থাকায় এবং পরিমানের চেয়ে ছোট সাইজের ইট প্রস্তুত করার অপরাধে ফাতেমা
ব্রিকফিল্ড মালিক মোঃ দাইদকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়। সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাজমিন আলম তুলির জানান
লাইসেন্স না থাকা ইটভাটা মালিকদের ১০দিনের সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে লাইসেন্স না করলে ইটভাটা গুলো বন্ধ করে দেওয়া হবে। অভিযানের সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন,সেনবাগ থানার একদল পুলিশ ও সেনবাগ ফায়ার সার্ভিসের লোকজন।