মোঃ জাহাঙ্গীর আলম, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনবাগে বাংলার শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন।
রবিবার ২৬ মার্চ সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমানের স ালনায় অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সানজি গ্রুপের কর্ণধার, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,শহীদ তরিক উল্যাহ বীর বিক্রম ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর
আলম মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, সেনবাগ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আবদুল ওহাব।
এর আগে ভোরে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, প্রশাসনের বিভিন্ন দপ্তর সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে দিবসের
সূচনা করা হয়। এরপর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ,মার্চফাস্ট ও শিক্ষার্থীদের ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে ফুল ও উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার, যুব উন্নয়ন
কর্মকর্তা খুরশিদ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা,কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ,বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।