শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধসুনামগঞ্জে চোরাই কয়লা নিয়ে সংঘর্ষ অবৈধ মালামালসহ ৬ জন গ্রেফতার

সুনামগঞ্জে চোরাই কয়লা নিয়ে সংঘর্ষ অবৈধ মালামালসহ ৬ জন গ্রেফতার

ঈদকে সামনে রেখে সুনামগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে চোরাকারবারীরা। সীমান্তের চোরাই কয়লার গুহা ও অবৈধ কয়লার ভাগ ভাটোয়ারা নিয়ে সংঘর্ষ হওয়াসহ পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য, গরু, ছাগল, মোটর সাইকেল ও নৌকাসহ ৬জনকে গ্রেফতার করেছে বলে খবর

পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ মঙ্গলবার (১১ এপ্রিল) ভোরে জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট, টেকেরঘাট ও চারাগাঁও সীমান্ত দিয়ে চোরাকারবারী রফ মিয়া, রিপন মিয়া, শামীম মিয়া, ইয়াবা কালাম, জিয়াউর রহমান জিয়া, রতন মহলদার, কামরুল মিয়া,

খোকন মিয়া ও নেকবর মিয়াগং এক যোগে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে কয়লা পাচাঁর শুরু করে। এখবর পেয়ে কলাগাঁও পাথরঘাট এলাকায় বিজিবি অভিযান চালিয়ে রফ মিয়া, রিপন মিয়া, শামীম মিয়া ও নেকবর মিয়ার ২টি ট্রলি বোঝাই ৮মেঃটন অবৈধ চোরাই কয়লা জব্দ করে।

অপরদিকে সকাল ১০টায় টেকেরঘাট সীমান্ত দিয়ে পাচাঁরকৃত চোরাই কয়লা নিয়ে সংঘর্ষে ৫জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফারুক মিয়া (৩০) নামের কয়লা শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনার আগে গত সোমবার (১০ এপ্রিল) রাত ১২টায়

টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পিছনে অবস্থিত ৪টি চোরাই কয়লার গুহা দিয়ে প্রতিদিনের মতো ১৫মেঃটন কয়লা পাচাঁর করে নিলাদ্রীর তীরে অবস্থিত ৫টি ডিপুতে নিয়ে মজুত করে চোরাকারবারী আশিক নুর, মোশাহিদ রাজু, ফিরোজ মিয়া, তামিম মিয়া ও লিটন মিয়াগং। পরে

পাচাঁরকৃত অবৈধ কয়লা ও চোরাই গুহার মালিকানা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এছাড়া পৃথক অভিযান চালিয়ে চারাগাঁও সীমান্তে সোর্সদের পাচাঁরকৃত ১টি গরু, ২টি ছাগল, কয়লা ও মদসহ বালিয়াঘাট সীমান্তের পাটলাই নদী থেকে কয়লা বোঝাই ১টি ইি নের নৌকা জব্দ

করেছে বিজিবি। কিন্তু চোরাকারবারী ও তাদের গডফাদার হাবিব সারোয়ার (তোতলা আজাদ) কে গ্রেফতার করা হয়না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে তারা সীমান্ত পথে কয়লার বস্তার ভিতরে করে মাদকদ্রব্য ও নাসির উদ্দিন বিড়ি পাচাঁর করে উপজেলার বাদাঘাট, কামড়াবন্দ, বড়ছড়া,

টেকেরঘাট, চানপুর, কাউকান্দি, বালিয়াঘাট, শ্রীপুর, বালিজুরী, আনোয়ারপুর ও তাহিরপুরসহ বিভিন্ন হাটবাজারে লোক দিয়ে ওপেন বিক্রি করছে। তবে পাশর্^বর্তী বিশ^ম্ভরপুর উপজেলা সীমান্ত দিয়ে পাচাঁরকৃত ১লাখ ২৬হাজার পিস নিষিদ্ধ নাসির বিড়ি বোঝাই ২টি মোটর সাইকেলসহ ওই

উপজেলার কুটিপাড়া গ্রামের জসিম উদ্দিন (২০) ও মাহফুজ মিয়া (২১) কে গ্রেফতার করেছে নৌ পুলিশ সদস্যরা। গত রবিবার (৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকেরঘাট এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনার নৌ পুলিশ ফাঁড়ির এএসআই ফরিদ

আহমদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত ২ চোরাকারবারীর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা নং- ১৭ দায়ের করেন। এদিকে গত শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ছাতক উপজেলার দক্ষিণ বাগবাড়ি গ্রামে অভিযান চালিয়ে আন্তঃ জেলা মাদক স¤্রাট ও ১৫ মামলা

আসামী মামুন মিয়া (৫০) কে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার ও ছাতক থানা পুলিশ। পরে ওই মাদক স¤্রাটের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-৭ দায়ের করা হয়। গত শুক্রবার (৭ এপ্রিল) রাত ১০টায় বিশেষ অভিযান চালিয়ে দোয়ারাবাজার উপজেলার

বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুস ছামাদ (৩৩) কে ১৮পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) মধ্যরাতে মধ্যনগর উপজেলার রাঙ্গামাটি গ্রামের সড়কে ইয়াবা বিক্রি করার সময় গোপাল চন্দ্র তালুকদার (৩৫) কে ৭৫ পিস ইয়াবাসহ

গ্রেফতার করা হয়। এছাড়া গত সোমবার (৩ এপ্রিল) রাত ৮টায় দোয়ারাবাজার উপজেলার খেয়াঘাটের পাশে অভিযান চালিয়ে ভারতীয় ১৯ বস্তা চিনিসহ চোরাকারবারী বরজান মিয়া (৪৩) কে গ্রেফতার করে পুলিশ। এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ও মধ্যনগর থানার ওসি

জাহিদুল হোসেন সাংবাদিকদের জানান- বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সবাইকে কারাঘারে পাঠানো হয়েছে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ