কুড়িগ্রামের উলিপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ’র পারস্পারিক সহযোগিতায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া
মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহিনুর আলমগীরের সভাপতিত্বে
বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ মোঃ আব্দুল মতিন, ইউনিসেফ’র জেলা কমিউনিটি মবিলাইজার সুনীতি রানী রায়। সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের শারীরিক শিক্ষক
রাশিদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারিকেল বাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুর উল্লাহ্, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ সাইদুল
ইসলাম খন্দকার, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। শেষে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।