কুড়িগ্রামে চার্জার ভ্যানে মাদক পাচারের সময় গ্রেফতার ২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে পৃথক দু’টি অভিযানে ২২ বোতল বিদেশি মদ ও ব্যাটারিচালিত ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার ভোরে রৌমারী সদর ইউনিয়নের রৌমারী বাজার এলাকা থেকে একটি

ব্যাটারিচালিত চার্জার ভ্যানে বিশেষ কায়দায় ফিটিং করা ১১ বোতল বিদেশি মদসহ ইছাকুড়ি গ্রামের মোঃ মামুন (২২)কে গ্রেফতার করা হয়। অপরদিকে রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর এলাকার মাদক কারবারি মোঃ জাহিদুল

ইসলাম (৩১) এর বসত বাড়ির ভিতর থেকে ১১ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.