সেনবাগে ৬ টি দুরারোগ্য রোগের আক্রান্ত ৩১জন রোগীর মাঝে সাড়ে ১৫ লাখ টাকার চেক বিতরণ

শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি

মোঃ জাহাঙ্গীর আলম,নোয়াখালীর সেনবাগে ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ৩১ জন রোগীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সাড়ে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা পরিষদের সভা কক্ষে চিকিৎসা সহ্য়াতার ওই চেক তুলে দেন-সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। এসময় উপস্থিত

ছিলেন, সেনবাগ উপজেলা সমাজসেবা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন। উল্লেখ্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওয়াতায় ৬ টি দুরারোগ্য রোগ ক্যান্সার, কিডনি, লিভার

সিরোসিস, স্ট্রোক,প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত দুস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.