মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীর সেনবাগে গতকাল রোববার রাতে উপজেলার ৯নং নবীপুর গোবিন্দপুর গ্রামের ঠেকারহাট শ্রীশ্রী রক্ষাকারী মন্দিরের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার ও লুণ্ঠিত
মালামাল উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। রোববার দিবাগত সোমবার ভোরে সেনবাগ থানার এসআই মৃথুন কুমার মন্ডলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার বীজবাগ ইউপির বিভিন্ন স্থানে অভিযোন চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে ঃ উপজেলার ৮নং বীজবাগ ইউপির শ্যামেগাঁও গ্রামের হাছন আলীর বাড়ীর আবদুর রবের ছেলে এমদাদুল হক মানিক প্রকাশ এনামুল হক মানিক (৩০), মধ্য-বীজবাগ গ্রামের কাশেম মেস্ত্রীর বাড়ীর আবুল কাশেমের
ছেলে আজহারুল ইসলাম প্রকাশ মোহন (২৪) ও একই গ্রামের চৌকিদার বাড়ীর নুরুন নবীর ছেলে মোঃ নুরুজ্জামান প্রকাশ মানিক (৩৩)। গ্রেফতার আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃত মোহনের বসতঘরে একটি ব্যাগে
রক্ষিত মন্দির থেকে চুরি হওয়া নগদ টাকা ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। উদ্বারকৃত মালামালগুলো মধ্যে রয়েছে, দুইটি পিতলের থালা একটি বড় ও অপরটি ছোট, দুইটি পিতলের গ্লাস, দুইটি
পিতলের ঘট,একটি পিতলের প্রদীপ,একটি পিতলের আগরদানী, একটি পিতলের হাতলযুক্ত পাঁজাল/ধূপদানী, দুইটি তামার কুশ বা চামুচ, একটি বড় ও অপরটি ছোট এবং চোরাইকৃত নগদ উনিয়শত টাকা।
এঘটনায় মন্দির কমিটির সভাপতি সুমন পাল বাদি হয়ে সেনবাগ থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেছিলো। গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়য়ারী জানান,গ্রেফতারকৃত আসামীদের সোমবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।