কুড়িগ্রামের রৌমারীতে দেড় বছর থেকে পলাতক হত্যা মামলার আসামী নুরুজ্জামাল (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রৌমারী উপজেলার গাছবাড়ি গ্রামের মিলন মিয়ার সাথে আসামীদের পোশাক সেলাই খারাপ
হওয়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে গ্রেফতারকৃত নুরুজ্জামাল ও তাদের সহযোগীরা গত বছরের ১২ ফেব্রুয়ারি মিলন মিয়াকে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে আসামী নুরুজ্জামাল প্রায় দেড় বছর পলাতক থাকলেও রৌমারী থানার একটি
চৌকস টিম বিভিন্ন তথ্য সংগ্রহ করে আসামী নুরুজ্জামালের অবস্থান সনাক্ত করে শুক্রবার(৪ আগস্ট) রৌমারী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী নুরুজ্জামাল গত দেড় বছর ধরে বিভিন্ন জেলায় অবস্থান করেন।পরে তার অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। এই হত্যাকান্ডের বিষয়ে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।