কুড়িগ্রামে পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্দ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অব্যাহত অভিযানের ধারাবহিকতায় গত ৯ আগস্ট কুড়িগ্রাম থানা পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবনরত অবস্থায় কুড়িগ্রাম থানাধীন জলিলবিড়ি মোড় এলাকা থেকে ৫ জনকে বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমানা প্রদান করেন।
মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তরা হলেন- জলিলবিড়ি মোড় এলাকার মোঃ খোররশেদ আলম হুরকা (৪৪) কে ৯ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড, পাওয়ার হাউজ পাড়া
এলাকার মোঃ মেহেদী হাসান মাসুদ (২২) এর ৪ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড, জলিলবিড়ি মোড় এলাকার মোঃ বেলাল হোসেন (৩৩) এর ৯ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার
টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড, বিদ্যুৎ মিয়া (৩৮) এর ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও হাসপাতাল পাড়া এলাকার আব্দুস সালাম (৫৩) এর ১
মাস বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কুড়িগ্রাম সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, সাজাপ্রাপ্ত আসামীগন সকলেই দীর্ঘদিন ধরে মাদকের সাথে সম্পৃক্ত। বার বার তারা গ্রেফতার হয়েছে। এলাকায় তাদের মাদকসেবনকারী হিসাবে কুখ্যাতি
রয়েছে। বার বার গ্রেফতার হওয়ার পরেও মাদক ছেড়ে তারা ইতিবাচক জীবনের দিকে আসার কোন প্রচেষ্ঠায় করেনি। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, ব্যক্তি- পরিবার-প্রতিষ্ঠান সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।