মোজাম্মেল আলম, সুনামগঞ্জে একই দিনে হাওরে নৌকা ডুবে পৃথক ঘটনায় ২ বন্ধুসহ নিখোঁজ ৩জনের মধ্যে ২জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- জেলার মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের নোয়াগাঁও
গ্রামের জেলে উজ্জল সরকার (২৫) ও তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে শাহ আলম (৪২)। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ও দুপুরে পৃথকস্থানে দুজনের
লাশ পাওয়া যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত রবিবার (২৭ আগস্ট) বিকেলে মধ্যনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের উজ্জল সরকারসহ মোট ৪ জেলে নৌকা নিয়ে গুরমার হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে।
ওই সময় নৌকা ডুবে হাওরের পানিতে নিখোঁজ হয়ে যায় উজ্জল। আর অন্যরা সাতার কেটে তীরে উঠে তাদের জীবন বাঁচায়। অপরদিকে এদিন সন্ধ্যায় তাহিরপুর উপজেলার সদরের বাজার থেকে ব্যবসায়ীক কাজ শেষ করে ছোট ইঞ্জিনের
নৌকা যোগে দুই বন্ধু শাহ আলম ও আবুল ফয়েজ তাদের নিজ বাড়ি ছিলানী তাহিরপুর গ্রামে যাওয়ার সময়, মাতিয়ান হাওরের মাঝে ঝড়ের কবলে পড়ে। ওই সময় তাদের নৌকাটি হাওরের পানিতে ডুবে গেলে দুই বন্ধু নিখোঁজ হয়ে যায়।
অনেকে খোঁজাখুজি করে আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নিখোঁজ শাহ আলমের লাশ হাওরের পানিতে ভেসে উঠার পর পুলিশ উদ্ধার করে। কিন্তু আবুল ফয়েজের মৃতদেহ এখনও খোঁজে পাওয়া যায়নি। অপরদিকে দুপুরে
গুরমার হাওর থেকে জেলে উজ্জল সরকারের লাশ উদ্ধার করা হয়। মধ্যনগর থানার ওসি ইমরান হোসেন ও তাহিরপুর থানার এসআই হেলাল উদ্দিন পৃথক স্থান থেকে ২জনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান- নিখোঁজ আবুল ফয়েজের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি, তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।