ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে ইসলাম বাংলাদেশের আরো দুই নেতাকে গ্রেপ্তার করেছে। তাদের একজন হলেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব খোরশেদ আলম কাশেমী, অপরজন হলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরফাত হোসাইন। তিনি হেফাজতে ইসলামের দায়িত্বেও রয়েছেন।
জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে খোরশেদ আলম কাশেমীকে এবং শরাফত হোসাইনকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।
গোয়েন্দা সূত্রে জানা যায়, কাশেমী ও শরাফতের বিরুদ্ধে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট তাণ্ডবের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হেফাজতের বেশ কিছু শীর্ষ নেতা এবং মধ্যমসারির ও দেশের বিভিন্ন এলাকার স্থানীয় নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।