শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধ চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার ২ জন হত্যাকারী কে গ্রেফতার করেছে র‌্যাব-১

 চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার ২ জন হত্যাকারী কে গ্রেফতার করেছে র‌্যাব-১

তাছলিমা তমাঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী,

চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

মৃত আরমান আলী (২৬), পিতা- মোঃ নজরুল ইসলাম, গ্রাম- ধনারপাড়া, থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধা। তিনি ১৪ মাস যাবৎ সিভিল এভিয়েশন অথরিটির মোটর পরিবহন এর চালক হিসেবে নিয়োজিত ছিলেন।

গত ১৩/১১/২০২৩ তারিখে আনুমানিক ১৮৩০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় অফিস শেষে তার বর্তমান ঠিকানা বাসা ১১৭ মেস নং ১ কাওলা আবাসিক এলাকায় পায়ে হেটে যাওয়ার সময়

কাওলা রেলক্রসিং হতে রেললাইনের দক্ষিণ দিকে ৫০০ গজ দুরে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে।

অজ্ঞাতনামা ছিনতাইকারী কর্তৃক তার নিকটে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করার জন্য ভিকটিমের সাথে ধস্তাধস্তি করিলে ছিনতাইকারীগণ চাকু দিয়া ভিকটিমের শরীরে

এলোপাতারি আঘাত করে তার সাথে থাকা মোবাইল ফোন ও ২০ হাজার টাকাসহ মানিব্যাগ ছিনতাই করে ঘটনাস্থল হতে দ্রুত পলায়ন করে।

ভিকটিম এর চিৎকারে স্থানীয় জনগন গুরুত্র আহত অবস্থায় তাকে প্রথমে রাহা হাসপাতাল, কাওলা ও পরবর্তীতে ঢাকা কুর্মিটোলা হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী এ হত্যার দায়ে ভিকটিমের দুলাভাই মোঃ মোকলেছ উদ্দিন বাদী হয়ে ঢাকার রেলওয়ে থানায় ১ টি ছিনতাইসহ হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৬, তারিখ- ১৩/১১/২০২৩ ইং, ধারা- ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি দ্রুতার সাথে প্রচারিত হলে সংবাদ টি র‌্যাব-১ এর নজরে আসে।

০৩/১২/২০২৩ ইং তারিখ রাতে র‌্যাব-১ এর একটি অভিযানিক দল সাইবার পেট্রোলিং/গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন আসামী

জিএমপি, গাজীপুরের টঙ্গী এলাকায় অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১ মোঃ আকাশ (১৯) ও ২) মোঃ বিল্লাল হোসেন (৩০)’কে গ্রেফতার করিতে সক্ষম হয়।

এ সময় তাদের নিকট হতে ছিনতাই হওয়া ভিকটিমের ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা উভয়ে র‌্যাব-১ এর নিকট ঘটনার সত্যাতা স্বীকার করে ও তারা উভয়ে আরও

জানায় যে, তারা ১ টি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য, তারা বিমানবন্দর রেলস্টেশন ও তার আশেপাশে এলাকায় রেল/বাস যাত্রীদের নিকট হতে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র প্রতিনিয়ত ছিনতাই করিয়া থাকে।

তাদের ছিনতাই কাজে বাধা প্রধান করিলে তাদের হাতে থাকা চাকু/স্পেয়ার ব্লেডসহ বিভিন্ন ধারালো জিনিস দিয়ে প্রাণনাশ করিতে কুন্ঠাবোধ করেন।

উল্লেখ্য যে, ধৃত আসামী আকাশের নামে দক্ষিণখান থানায় ১ টি হত্যা মামলা সহ আর ৪ টি মামলা ও ধৃত আসামী বিল্লাল এর নামে দক্ষিণখান থানায় ১ টি ছিনতাই মামলা রুজু আছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ