বশিরআলম, টঙ্গীতে ৫৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিসে গিয়ে বিএনপির কর্মীর হামলা ও মারধরের ঘটনায় ১ জন আহত হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধায় বড় দেওড়া এলাকার ৫৩ নং ওয়ার্ড আওয়ামীলগের
নির্বাচনী পরিচালনা অফিসে আওয়ামীলগ কর্মী মো. হারিজ মিয়া অবস্থানকালে মো. শুভ মন্ডল ,ইসরাফিল মন্ডল ও সিরাজুল হক মন্ডল সহ কয়েক জন মিলে পূর্বের সম্পত্তির জের ধরে হারিজ মিয়াকে এলোপাতারি মারধর করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় বিবাদীরা।
এ সময় হারিজ মিয়ার আওয়ামীলগের অফিসের ড্রয়ারে থাকা নগদ এক লক্ষ টাকা নিয়ে যায় বিবাদীগণ।আহত অবস্থায় হারিজ মিয়াকে স্থানীয় লোকজনের সহযোগিতায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনালের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে
।এ সময় আহত হারিজ মিয়া বলেন , আমি আওয়ামীলগের রাজনীতি করার কারণে এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার উপর হামলা করা হয়েছে। এ প্রসঙ্গে বিএনপির কর্মী মো. শুভ মন্ডল জানান, আমি তাবলীগের
দ্বীনি কাজে থাকায় অবস্থায় আমার ছোট ভাইকে পুলিশে ধরিয়ে দেয় হারিজ মিয়া । তার কারণ জানতে চাইলে আমার উপর ক্ষিপ্ত হয়ে হারিজ মিয়া লোহার রড নিয়ে আমাকে মারতে আসলে নিজেকে বাচাঁতে তাকে ধরলে একটু ধাক্কা ধাক্কি হয় ।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন ,মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি ,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।