বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারাদেশরংপুরউলিপুরে জাল ভোট দেয়ায় যুবকের ৫ বছরের কারাদন্ড

উলিপুরে জাল ভোট দেয়ায় যুবকের ৫ বছরের কারাদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জাল ভোট দেয়ার অপরাধে মাহাতাব হোসেন রুদ্র (২৪)কে আটক করা হয়েছে। সে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। আটককৃত যুবক মন্ডলের হাট উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিদুর রহমানের পুত্র। ঘটনাটি ঘটেছে মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের ১১১ কেন্দ্রের ৭ নং বুথে।জানা গেছে, রোববার বেলা ১১টার সময় ভোট দিতে ভোটার সেজে ওই কেন্দ্রের পুরুষ বুথে প্রবেশ করে
দায়িত্বরত ভোটগ্রহণ কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে জোড় করে ব্যালট পেপারে সিল মারতে থাকে। এসময় দায়িত্বে থাকা ভোটগ্রহন কর্তৃপক্ষ চিৎকার শুরু করলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোখলেছুর রহমান
পুলিশের সহযোগিতায় মাহতাব হোসেন রুদ্রকে আটক করে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) মো. রুহুল
আমীন, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ভ্রাম্যমান আদালত বসিয়ে
অভিযুক্ত মাহতাব হোসেন রুদ্রকে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দায়িত্বে অবহেলার কারণে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোখলেছুর
রহমানকে ক্লোজড করে সহকারি প্রিজাইডিং এম মনিরুজ্জামানকে প্রিজাইডিং হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার মোখলেছুর ও মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক আসাদুজ্জামানকে
পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান জানান, প্রিজাইডিং অফিসার ও অফিস সহায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ