শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়গাজীপুরে শ্রমিক ইউনিয়নের উৎসবমুখর নির্বাচন চায় শ্রমিকরা

গাজীপুরে শ্রমিক ইউনিয়নের উৎসবমুখর নির্বাচন চায় শ্রমিকরা

বশির আলম,গাজীপুর আন্তঃজেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যকরী কমিটির নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে জমে উঠেছে নির্বাচনের আনুষ্ঠানিকতা।

সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে খোঁজ খবর নিয়ে সরে জমিনে জানা যায়, গাজীপুর আন্তঃজেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ঢাকা- ২২৫০) এর বিগত দিনের নেতৃত্ব ,

কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্তেও দীর্ঘদিন যাবত নির্বাচন অনুষ্ঠান না করে নানা ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠনটি পরিচালনা করে আসতেছে মর্মে জানান সংগঠনের সিনিয়র সদস্য আঃ জলিল তিনি জানান ১৯৮৬

সাল থেকে সংগঠন পরিষেবা হয়ে আসছে, সংগঠন বাংলাদেশের শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত, ১৯৯২ সালে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হয়েছিল , পরবর্তী সময় বিভিন্ন মেয়াদে দীর্ঘ বছর ধরে সংগঠনে

কোন নির্বাচন না দিয়ে তারা এই সংগঠনকে নিজেদের কুক্ষিগত করে ফায়দা লুটেছে, আমরা এ বিষয়ে ন্যায় সঙ্গত প্রতিবাদ করিলে ওনির্বাচন নিয়ে দাবি করলে আমাদের উপর বিভিন্ন সময় হামলা করে আমাদেরকে

আহত করেছে, বর্তমানে আমরা এই বিষয়ে তীব্র প্রতিবাদ করে সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে সাধারণ সভা সম্পন্ন করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সংগঠনের সকল সদস্যরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে আগ্রহী। স্বার্থন্বেষী মহলটি ষড়যন্ত্র করছে , তারা নির্বাচনকে বানচাল করতে চায় সংগঠন রক্ষার্থে সকল সদস্যদের উদাত্ত

আহ্বান করছি, সবাই অন্যায়ের প্রতিবাদ করে নির্বাচনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম কে এগিয়ে নিতে সহযোগিতা করবেন। বর্তমান সংগঠনের সদস্য সংখ্যা ১৭৪৯ জন।

বিগত একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় অত্র দপ্তরের নির্বাচন কমিশন গঠন করা হয়। ত্রিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন চেয়ারম্যান মোজাফফর হোসেন, নির্বাচন কমিশন সদস্য মোঃ জিয়াউর রহমান, ও কুদ্দুস, নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

৫ ই ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বিতরণ ৬ ও ৭ ই ফেব্রুয়ারি, মনোনয়ন গ্রহণ ৮ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৯ ফেব্রুয়ারি, প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ ১০ ফেব্রুয়ারি, বাতিলকৃত মনোনয়নপত্রের উপর আপিল ও শুনানি ১১ ই- ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ১২-১৩ ফেব্রুয়ারি, প্রার্থীদের মধ্য প্রতীক বন্টন ও চূড়ান্ত প্রার্থী তালিকা

প্রকাশ ১৪ ই ফেব্রুয়ারি,ভোট গ্রহণ ২৪ ফেব্রুয়ারি। নির্বাচন কাজকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় কার্যকরী সভাপতি পদে প্রার্থী হিসেবে সামসুদ্দিন সকলের প্রতি দোয়াও সমর্থন প্রত্যাশা করেছেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ