সৈয়দ সময় নেত্রকোনা,নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজারে চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি- বার্ষিক ‘২৪ নির্বাচন ০১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ।
বিদ্যালয়ের সভাপতি বাবু রতন কুমার জানান, মোট ৭১৯ জন অভিভাবক সদস্য ভোটার রয়েছে । নির্বাচনে ৭ জন অভিভাবক সদস্য পদে অংশ গ্রহণ করছে।
প্রার্থীরা হলেন, ডা: জহিরুল ইসলাম জুয়েল , মো: আবুল বাশার , ফকির মশিউর রহমান রতন , রাজু আহমেদ শফিক, মো: আব্দুল হান্নান , মো: মঞ্জু মেম্বার , বুলবুল আহমেদ।
এর মধ্যে চারজন অভিভাবক সদস্যদের ব্যালট ভোটে নির্বাচিত হন। বিজয়ী অভিভাবক সদস্যগণ হলেন , প্রথম ডা: জহিরুল ইসলাম জুয়েল , দ্বিতীয় মো: আবুল বাশার , তৃতীয় ফকির মশিউর রহমান রতন ও চতুর্থজন রাজু আহমেদ শফিক ।
সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার বারহাট্টা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শারমিন আক্তার ফলাফল ঘোষণা করে ডা: জহিরুল ইসলাম জুয়েল
মো: আবুল বাশার , ফকির মশিউর রহমান রতন , রাজু আহমেদ শফিক এই চারজন নির্বাচিত অভিভাবক সদস্য বিজয়ীদের নাম ঘোষণা করেন । এ সময় রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আতিকুর রহমান রাজু
বর্তমান সভাপতি বাবু রতন কুমার , প্রধান শিক্ষক মো জয়নাল আবেদীন , সাংবাদিক, সকল প্রার্থীগণসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন ।
রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো : আতিকুর রহমান রাজু বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । আমি আশা করব শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সদস্যগণ কাজ করে যাবেন ।
চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : জয়নাল আবেদীন বলেন , মোট ৭১৯ জন ভোটারের মধ্যে ৬১৫ জন অভিভাবক সদস্য তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন । তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকল কে ও এলাকাবাসী কে সহযোগিতা করার জন্য ধন্যবাদ – কৃতজ্ঞতা জানান ।