শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img
Homeরাজনীতিধান কেটে গোলায় তুলে দিলো স্বেচ্ছাসেবক লীগ

ধান কেটে গোলায় তুলে দিলো স্বেচ্ছাসেবক লীগ

মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে দেশব্যাপী ধান কাটা কার্যক্রমের সূচনা করেছে স্বেচ্ছাসেবক লীগ। করোনায় শ্রমিক সংকটের কথা বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারাদেশের কৃষকের ধান কেটে দিতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

শুক্রবার (২৩ এপ্রিল) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এ সময় নির্মল রঞ্জন গুহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যেকোন দুর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

‘বৈশ্বিক করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে সরকারি ঘোষিত লকডাউনের দ্বিতীয় ধাপে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, ফ্রি অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও টেলিহেলথ সার্ভিস, লাশ বহন, গোসল, জানাজা, দাফন ও সৎকারের ব্যবস্থা করেছে। অসহায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা দিতে মানবতার ভ্যান চালু করা হয়েছে। সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেবার ব্রত নিয়ে সংগঠনের পথচলা। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে স্বেচ্ছাসেবক লীগ সদা প্রস্তুত’ বলেও জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, ‘বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার লক্ষ্যে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ধান কাটা কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে প্রস্তুত রয়েছে।’

সেবার ব্রত নিয়ে স্বেচ্ছাসেবক লীগের পথচলা উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্যোগ দূর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ সবসময় সেবার ব্রত নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত রয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, মহিলা সম্পাদক সালমা হাই টুনি, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর, মুন্সি নজরুল ইসলাম, মো. ফয়সাল, আবু জাফর, কামাল হোসেন রাকিব, সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিশাদ শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম চৌধুরী চঞ্চল সহ স্থানীয় বিভিন্ন উপজেলা পৌরসভা ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ