কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ২ বছর পলাতক থাকার পর হত্যা মামলার প্রধান আসামী মোঃ আলম মিয়া (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলম বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজীপাড়া গ্রামের দবির উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজীপাড়া গ্রামে জমি-জমা ও পারিবারিক বিরোধের জেরে আব্দুস সাত্তার(৫০)কে পিটিয়ে হত্যা করে মামলার প্রধান আসামী মোঃ আলম মিয়া ও তার লোকজন।
এ ঘটনায় গত ২২ সালের ২০ সেপ্টেম্বর উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে আসামীরা পলাতক অবস্থায় দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। গত ৯ ফেব্রুয়ারি রাতে গোপন
সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মনোহরদী থানার লেবুতলা ইউনিয়নের তারাকান্দী গ্রাম থেকে মামলার প্রধান আসামী মোঃ আলম মিয়া (৩২)কে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ।
রোববার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।