কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মন(৫০) নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। নিহত প্রভাত নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, সোমবার(১৯ ফেব্রুয়ারি) সকালে নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের নিজ বসত বাড়ির গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন প্রভাত চন্দ্র বর্মন।
পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।