(ক্রাইম অনুসন্ধান.) অনলাইন ডেস্ক, আইনমন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ভূমির শ্রেণি পরিবর্তন ও জাল খতিয়ানের মাধ্যমে দলিল নিবন্ধন বন্ধ করতে এবং রাজস্ব ফাঁকি
দেওয়ার প্রবণতা কমাতে সাব-রেজিস্ট্রি অফিস ও সহকারী কমিশনার (ভূমি) অফিসকে স্ব-স্ব প্রশাসনিক এখতিয়ারের মধ্যে রেখে ইতিমধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সংসদে স্বতন্ত্র সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসকে স্ব স্ব প্রশাসনিক এখতিয়ারের মধ্যে রেখে
সহকারী কমিশনার (ভূমি) অফিসের সঙ্গে সাব-রেজিস্টার অফিসের একটি আন্তঃসংযোগ স্থাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের স্বপ্ন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাব-রেজিস্ট্রি অফিস ও সহকারী কমিশনার (ভূমি)
অফিসকে স্ব-স্ব প্রশাসনিক এখতিয়ারের মধ্যে রেখে ইতিমধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে।’আনিসুল হক বলেন, ‘এ আন্তঃসংযোগের মাধ্যমে সাব-রেজিস্ট্রাররা কোনো দলিল নিবন্ধনের আগে নামজারির সর্বশেষ অবস্থান দেখতে পান।
(ছবি সংগৃহীত)